জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্যাবলী
সরকারি নির্দেশনা মোতাবেক নিম্নোক্ত নিয়মু অনুযায়ী জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা প্রদান করা হয়।
ক্র.নং |
সেবার ধরন |
প্রয়োজনীয় কাগজপত্র |
ফি এর পরিমান |
০১ |
নতুন জন্ম নিবন্ধন |
১।সঠিকভাবে পূরণকৃত আবেদন ফরম ২। পাসপোর্ট সাইজের ০১কপি ছবি ৩। ২০০১ সালের পরে যাদের জন্ম তাদের জন্য পিতা ও মাতার ডিজিটাল জন্ম নিবন্ধন উভয় ভাষায় বাধ্যতামূলক ২০০১ সালের পূর্বে যাদের জন্ম তাদের জন্য পিতা ও মাতার ডিজিটাল জন্ম নিবন্ধন উভয় ভাষায় বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। ৪। বয়স ৫ বছরের নিচে হলে টিকা কার্ডের ফটোকপি এর উপরে হলে শিক্ষাগত যোগ্যতা সনদ বা মেডিকেল সনদ। ৫। হোল্ডিং ট্যাক্স পরিশোধ রশিদের ফটোকপি। |
১। ০ হতে ৪৫ দিন পর্যন্ত বিনামূল্যে+ সার্ভিস চার্জ। ২। ০ হতে ৪৫ দিন পর্যন্ত ২৫/-+ সার্ভিস চার্জ। ৩। ০ হতে ৪৫ দিন পর্যন্ত ৫০/-+ সার্ভিস চার্জ।
|
০২ |
জন্ম তথ্য সংশোধন (সাল ব্যতিত) |
১।সঠিকভাবে পূরণকৃত আবেদন ফরম ২। শিক্ষাগত যোগ্যতা সনদ ৩। মূল জন্ম সনদ |
৫০/-+ সার্ভিস চার্জ |
০৩ |
জন্ম সাল সংশোধন |
১।সঠিকভাবে পূরণকৃত আবেদন ফরম ২। শিক্ষাগত যোগ্যতা সনদ ৩। মূল জন্ম সনদ |
১০০/-+ সার্ভিস চার্জ |
০৪ |
জন্ম সনদের প্রতিলিপি প্রদান |
১।সঠিকভাবে পূরণকৃত আবেদন ফরম ২। শিক্ষাগত যোগ্যতা সনদ ও মেডিক্যাল সনদ
|
৫০/-+ সার্ভিস চার্জ |
০৫ |
মৃত্যু নিবন্ধন |
১। মৃত্যুর প্রমাণ পত্র (যদি থাকে) ২। মৃত ব্যক্তির আইডি ও জন্ম সনদের ফটোকপি। ৩। মৃত ব্যক্তির স্বামী/স্ত্রীর আইডি ও জন্ম সনদের ফটোকপি। ৩। আবেদনকারীর আইডি ও জন্ম সনদের ফটোকপি। |
১। ০ হতে ৪৫ দিন পর্যন্ত বিনামূল্যে+ সার্ভিস চার্জ। ২। ০ হতে ৪৫ দিন পর্যন্ত ২৫/-+ সার্ভিস চার্জ। ৩। ০ হতে ৪৫ দিন পর্যন্ত ৫০/-+ সার্ভিস চার্জ।
|
০৬ |
মৃত্যু সনদের প্রতিলিপি প্রদান |
১।সঠিকভাবে পূরণকৃত আবেদন ফরম |
৫০/-+ সার্ভিস চার্জ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস