Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম

জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্যাবলী

সরকারি নির্দেশনা মোতাবেক নিম্নোক্ত নিয়মু অনুযায়ী জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা প্রদান করা হয়।

ক্র.নং

সেবার ধরন

প্রয়োজনীয় কাগজপত্র

ফি এর পরিমান

০১

নতুন জন্ম নিবন্ধন

১।সঠিকভাবে পূরণকৃত আবেদন ফরম

২। পাসপোর্ট সাইজের ০১কপি ছবি

৩। ২০০১ সালের পরে যাদের জন্ম তাদের জন্য  পিতা ও মাতার ডিজিটাল জন্ম নিবন্ধন উভয় ভাষায় বাধ্যতামূলক ২০০১ সালের পূর্বে যাদের জন্ম তাদের জন্য পিতা ও মাতার ডিজিটাল জন্ম নিবন্ধন উভয় ভাষায় বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

৪। বয়স ৫ বছরের নিচে হলে টিকা কার্ডের ফটোকপি এর উপরে হলে শিক্ষাগত যোগ্যতা সনদ বা মেডিকেল সনদ।

৫। হোল্ডিং ট্যাক্স পরিশোধ রশিদের ফটোকপি।

১। ০ হতে ৪৫ দিন পর্যন্ত বিনামূল্যে+

 সার্ভিস চার্জ।

২। ০ হতে ৪৫ দিন পর্যন্ত ২৫/-+

 সার্ভিস চার্জ।

৩। ০ হতে ৪৫ দিন পর্যন্ত ৫০/-+

 সার্ভিস চার্জ।




০২

জন্ম তথ্য সংশোধন

(সাল ব্যতিত)

১।সঠিকভাবে পূরণকৃত আবেদন ফরম

২। শিক্ষাগত যোগ্যতা সনদ

৩। মূল জন্ম সনদ

৫০/-+ সার্ভিস চার্জ

০৩

জন্ম সাল সংশোধন

১।সঠিকভাবে পূরণকৃত আবেদন ফরম

২। শিক্ষাগত যোগ্যতা সনদ

৩। মূল জন্ম সনদ

১০০/-+ সার্ভিস চার্জ

০৪

জন্ম সনদের প্রতিলিপি প্রদান

১।সঠিকভাবে পূরণকৃত আবেদন ফরম

২। শিক্ষাগত যোগ্যতা সনদ ও মেডিক্যাল সনদ


৫০/-+ সার্ভিস চার্জ

০৫

মৃত্যু নিবন্ধন

১। মৃত্যুর প্রমাণ পত্র (যদি থাকে)

২। মৃত ব্যক্তির আইডি ও জন্ম সনদের ফটোকপি।

৩। মৃত ব্যক্তির স্বামী/স্ত্রীর আইডি ও জন্ম সনদের ফটোকপি।

৩। আবেদনকারীর  আইডি ও জন্ম সনদের ফটোকপি।

১। ০ হতে ৪৫ দিন পর্যন্ত বিনামূল্যে+

 সার্ভিস চার্জ।

২। ০ হতে ৪৫ দিন পর্যন্ত ২৫/-+

 সার্ভিস চার্জ।

৩। ০ হতে ৪৫ দিন পর্যন্ত ৫০/-+

 সার্ভিস চার্জ।




০৬

মৃত্যু সনদের প্রতিলিপি প্রদান

১।সঠিকভাবে পূরণকৃত আবেদন ফরম

৫০/-+ সার্ভিস চার্জ